About Our Madrasa

দু’আ ইন্টা. ইসলামিক স্কুল  (মাদরাসাতুদ দু‘আ) ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে শিক্ষার্থীরা প্লে থেকে শুরু করে হিফজ শেষ করার পাশাপাশি  ধর্মীয় ও আধুনিক শিক্ষার উচ্চ মাধ্যমিক লেভেল সমানভাবে সম্পন্ন করবে এবং আরবি  ও ইংরেজি ভাষায় অর্জন করবে বিশেষ দক্ষতা। অত:পর তারা আধুনিক বিশ্বে প্রচলিত যেকোনো শিক্ষাব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে অনায়েসে। 

সম্মানিত অভিভাবক!

ইতিহাস বলে “একটা সময় ছিল, যখন পশ্চিমের ছাত্ররা মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়াকে গর্বের বিষয় মনে করত। মুসলিমদের হাত ধরেই এসেছিল বিশ্বের প্রথম ইউনিভার্সিটি। এসেছিল সংঘবদ্ধ কারিকুলাম, শিক্ষার নীতিমালা ও সমৃদ্ধ লাইব্রেরি। বর্তমান ইউরোপ বিজ্ঞানের জগতে পা ফেলার আগেই মুসলিমরা নির্মাণ করেছিল সায়েন্স অ্যাকাডেমি। জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় ছিল তাদের অবাধ বিচরণ। রচনা করে যাচ্ছিল বহু এনসাইক্লোপিডিয়া। ইসলামি পাঠশালা থেকেই বেড়ে উঠেছিল ইবনেু খালদুনের মত সমাজবিজ্ঞানী, ইবনু নাফিসের মত চিকিৎসাবিদ, আল খারিজমির মত গণিতজ্ঞ, সালাহউদ্দীনের মত রাষ্ট্রনায়ক, গাযালির মত দার্শনিক ইবনু তাইমিয়ার মত মুজতাহিদ এবং এমন আরও অনেকেই।“ অর্থাৎ শ্রেষ্ঠত্বের সমস্ত সিংহাসনই ছিল মুসলিমদের দখলে। ঐতিহাসিক সেই গৌরবোজ্জ্বল সময় ফিরিয়ে আনারই স্বপ্ন দেখে মাদরাসাতুদ দুআ । আমরা শিক্ষার্থীদের এমন আলোকিত রাস্তায় তুলে দিতে চাই, যেখানে তাদের শিক্ষা-দীক্ষার পরিধি যেমন হবে না গণ্ডিবদ্ধ, তেমনই তাদের কর্মক্ষেত্রও থাকবে বিশ্ব-বিস্তৃত। যারা হবে সেরাদের মাঝে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তা’আলা আমাদের স্বপ্ন ও আপনার সন্তানকে কবুল করুন। আমীন

Read More

আফনান ইবরাহিম

প্রতিষ্ঠাতা পরিচালক

Founder’s Message

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

‘মাদরাসাতুদ দু'আ’-এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

আজকের যুগে একজন অভিভাবক হিসেবে আমরা সবসময় এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বপ্ন দেখি, যেখানে আমাদের সন্তানরা কুরআনের আলোয় আলোকিত হবে, আবার আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায়ও পিছিয়ে থাকবে না। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই ‘মাদরাসাতুদ দু'আ’-এর পথচলা।

আমরা গতানুগতিক মুখস্তবিদ্যার বাইরে এসে ‘Outcome-based Learning’ বা ফলাফলভিত্তিক শিক্ষাপদ্ধতি গ্রহণ করেছি । আমাদের লক্ষ্য শুধু হাফেজ তৈরি করা নয়; বরং এমন একজন ‘দাঈ’ ও ‘লিডার’ তৈরি করা, যার মধ্যে দ্বীনি ইলম এবং জাগতিক যোগ্যতার এক অপূর্ব সমন্বয় থাকবে।

এজন্যই আমরা নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের পাশাপাশি একটি ‘Integrated Curriculum’ সাজিয়েছি , যেখানে আধুনিক ব্যবস্থাপনা বা ‘Modern Management’-এর ছোঁয়ায় শিক্ষার্থীরা আনন্দ নিয়ে শিখবে। আমাদের মূল ফোকাস হলো ‘তরবিয়াহ’ (Tarbiyah) —যাতে প্রতিটি শিক্ষার্থী আদব, আখলাক ও মানবিক গুণাবলি নিয়ে গড়ে ওঠে।

আপনার সন্তানের উজ্জ্বল ও আখিরাতমুখী ভবিষ্যৎ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।

 

বিনীত,

আফনান ইবরাহিম

প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদরাসাতুদ দু'আ 

Admission Going For 2026

Now Open for Registration!

Apply Now

Contact Us: 019207436883 (10AM-10PM)

Teacher List

Our Blog