দু’আ ইন্টা. ইসলামিক স্কুল (মাদরাসাতুদ দু‘আ) ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে শিক্ষার্থীরা প্লে থেকে শুরু করে হিফজ শেষ করার পাশাপাশি ধর্মীয় ও আধুনিক শিক্ষার উচ্চ মাধ্যমিক লেভেল সমানভাবে সম্পন্ন করবে এবং আরবি ও ইংরেজি ভাষায় অর্জন করবে বিশেষ দক্ষতা। অত:পর তারা আধুনিক বিশ্বে প্রচলিত যেকোনো শিক্ষাব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে অনায়েসে।
সম্মানিত অভিভাবক!
ইতিহাস বলে “একটা সময় ছিল, যখন পশ্চিমের ছাত্ররা মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়াকে গর্বের বিষয় মনে করত। মুসলিমদের হাত ধরেই এসেছিল বিশ্বের প্রথম ইউনিভার্সিটি। এসেছিল সংঘবদ্ধ কারিকুলাম, শিক্ষার নীতিমালা ও সমৃদ্ধ লাইব্রেরি। বর্তমান ইউরোপ বিজ্ঞানের জগতে পা ফেলার আগেই মুসলিমরা নির্মাণ করেছিল সায়েন্স অ্যাকাডেমি। জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় ছিল তাদের অবাধ বিচরণ। রচনা করে যাচ্ছিল বহু এনসাইক্লোপিডিয়া। ইসলামি পাঠশালা থেকেই বেড়ে উঠেছিল ইবনেু খালদুনের মত সমাজবিজ্ঞানী, ইবনু নাফিসের মত চিকিৎসাবিদ, আল খারিজমির মত গণিতজ্ঞ, সালাহউদ্দীনের মত রাষ্ট্রনায়ক, গাযালির মত দার্শনিক ইবনু তাইমিয়ার মত মুজতাহিদ এবং এমন আরও অনেকেই।“ অর্থাৎ শ্রেষ্ঠত্বের সমস্ত সিংহাসনই ছিল মুসলিমদের দখলে। ঐতিহাসিক সেই গৌরবোজ্জ্বল সময় ফিরিয়ে আনারই স্বপ্ন দেখে মাদরাসাতুদ দুআ । আমরা শিক্ষার্থীদের এমন আলোকিত রাস্তায় তুলে দিতে চাই, যেখানে তাদের শিক্ষা-দীক্ষার পরিধি যেমন হবে না গণ্ডিবদ্ধ, তেমনই তাদের কর্মক্ষেত্রও থাকবে বিশ্ব-বিস্তৃত। যারা হবে সেরাদের মাঝে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তা’আলা আমাদের স্বপ্ন ও আপনার সন্তানকে কবুল করুন। আমীন
Read More